আজ থেকে শুরু আইপিএল’র ১২তম আসর

1100

আজ (২৩ মার্চ) শনিবার পর্দা উঠছে বিশ্ব ক্রিকেটের সব চাইতে বড় তারকা সম্বলিত ক্রিকেট আইপিএল’র ১২ তম আসরের।

কাশ্মীরের হামলায় ভারতীয় সৈনিক নিহত হওয়ার ঘটনায় এবারের আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেওয়া হয় আগেই। তাই ১২তম আসরের এই আসরে হচ্ছে না জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

বর্তমান চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে ১২তম আইপিএলের উদ্বোধনী ম্যাচ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ক্রিকেটবিশ্বে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রবর্তন ঘঠে এই আইপিএলের হাত ধরেই। এরপর একে একে সব দেশ ফ্রাঞ্চাইজি ক্রিকেট প্রবর্তন করলেও এখনও সবচাইতে বড় ক্রিকেট বাজার আইপিএল।

আগামী মে মাসে শুরু হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর আসর বিশ্বকাপ। তার আগে ছোট ফরম্যাটে উত্তেজনাপূর্ণ ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শামিল হবার সুযোগ পাচ্ছে বিশ্ব ক্রিকেটের মহাতারকারা।

২০০৮ সালে প্রথম মাঠে গড়ায় আইপিএল। প্রথম আসরেই জনপ্রিয় হয়ে ওঠে টুর্নামেন্টটি।