অ্যালবাম নিয়ে ফিরছে ‘রেনেসাঁ’

824

১৯৮৫ সালে নকীব খান সোলস ছেড়ে ঢাকায় আসার পর এই ব্যান্ড গঠন করেন। তখন বেশ কিছু জনপ্রিয় গান দিয়ে আলোচনার শীর্ষে উঠে আসে এই গানের দলটি। এ পর্যন্ত দলটির চারটি অ্যালবাম প্রকাশ হয়েছে। এগুলো হলো– রেনেসাঁ (১৯৮৮), তৃতীয় বিশ্ব (১৯৯৩), একাত্তরের রেনেসাঁ (১৯৯৮) এবং একুশ শতকে রেনেসাঁ (২০০৪)। এরপর কেটে গেছে ১৪ বছর। আর কোনও অ্যালবাম প্রকাশ হয়নি তাদের।

এবার নতুন অ্যালবামের জন্য কাজ শুরু করেছে দেশের অন্যতম প্রাচীন এ ব্যান্ডটি। জানা গেছে, গত সপ্তাহে বাপ্পা মজুমদারের স্টুডিও বিএমজ ওয়ার্কস্টেশনে অ্যালবামের জন্য কাজ শুরু করেছেন ব্যান্ডটির সদস্যরা। দলের অন্যতম সদস্য ও গায়ক নকীব খান বলেন, ‘অনেক গানের কথা ও সুর তৈরি করা হয়ে গেছে। এগুলোর আসল রূপ দিতেই স্টুডিওতে কাজ শুরু করা। একসঙ্গে অনেক গান শুরু করলাম। শিগগিরই এগুলো শেষ হবে। এরপর অ্যালবাম প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করবো।’ জানালেন, অ্যালবামের নাম বা গানের সংখ্যা এখনও চূড়ান্ত
নয়। কাজ শেষের দিকে এগুলো ঠিক করা হবে।

দলটিতে এখন আছেন ৬ জন সদস্য। তারা হলেন নকীব খান (কণ্ঠ ও কী বোর্ড), পিলু খান (ড্রামস), ইমরান রহমান (কণ্ঠ ও গিটার), কার্তিক (বেজ গিটার), রেজা রহমান (লিড গিটার) ও কাজী হাবলু (পারকাশন)।