অপেক্ষায় তাবিথ

839

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাৎ এর অপেক্ষায় রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে বিএনপির অন্যতম সম্ভাব্য মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। সহসাই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তার কাছ থেকে নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হওয়ার ব্যাপারে পরামর্শ নেবেন। বিএনপি চেয়ারপারসনের পরামর্শ অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করবেন তাবিথ আউয়াল।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নিবার্চনের ভোট গ্রহণের দিনক্ষণ ২৬ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে ইসি। কেমন প্রস্তুতি চলছে জানতে চাইলে তাবিথ আউয়াল বলেন, ‘আমি দুইদিন আগে দেশে ফিরেছি। এখনও ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে দেখা হয়নি। উনি আদালতে হাজিরা নিয়ে ব্যস্ত আছেন। আজ (বৃহস্পতিবার) রাতে উনি অফিসে আসলে দেখা হবে। আর যদি আজ অফিসে না আসেন তাহলে দুই-একদিনের মধ্যে দেখা হবে আশা করছি । এর পরেই আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে।’

অবশ্য আইনগত জটিলতা দেখা দেওয়ায় অনিশ্চয়তা রয়েছে ডিএনসিসি উপনির্বাচনে। তবে পরিস্থিতি যেমনই হোক, ডিএনসিসি উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ও প্রস্তুতি রাখছে বিএনপি। বিগত নির্বাচনে দলীয় প্রার্থী তাবিথ আউয়ালকে এবারও প্রার্থী করার বিষয়টি নীতিগতভাবে প্রায় চূড়ান্ত করেছে দলের হাইকমান্ড।