৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় পর্যায়ের ভোট গ্রহণ উপলক্ষে আগমী ১৮ মার্চ সোমবার নির্বাচনী এলাকায় সকল ব্যাংকে সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৫ম উপজেলা পরিষদের ২য় পর্যায়ের নির্বাচন উপলক্ষে ১৮ মার্চ সোমবার কর্মকর্তা কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা বন্ধ থাকবে।
উল্লেখ্য, যে সব নির্বাচনী এলাকায় আর্থিক প্রতিষ্ঠানসমূহের শাখা বা বুথ নেই সে সব এলাকার জন্য এ সার্কুলার প্রযোজ্য হবে না।