১৪ দলের সব কর্মসূচি স্থগিত

1654

করোনাভাইরাস নিয়ে সচেতনতার অংশ হিসেবে কেন্দ্রীয় ১৪ দলের সব সভা-সমাবেশসহ সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

আওয়ামী লীগের দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতে আজ বৃহস্পতিবারের (১৯ মার্চ) ১৪ দলের সভা স্থগিত করা হয়েছে। এ ছাড়া মুজিব বর্ষ উপলক্ষে ১৪ দলের পক্ষ থেকে আগামী ২০ মার্চ টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পূর্বনির্ধারিত কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

১৪ দল ঘোষিত অনান্য কর্মসূচিও স্থগিত করা হয়েছে বলে সূত্র জানায়।