মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি নারীর কারাদণ্ড

707

অনলাইন ডেস্কঃ
মালয়েশিয়ার আদালত ১৬২ জন নারীর কারাদণ্ড দিয়েছেন। এদের মধ্যে চারজন বাংলাদেশিও রয়েছেন। এ ছাড়া কারাদণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে ১৫২ জন থাইল্যাণ্ডের এবং ৬ জন কোরিয়া ও লাওসের নাগরিক।

বুধবার (১৩ নভেম্বর) কুয়ালালামপুরের একটি আদালতের বিচারক হারিদশাম মোহাম্মদ ইয়াসিন এদের ২৫ থেকে ৩০ দিন পর্যন্ত কারাদণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে জালান কিলাং লামার তিনটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে দেহ ব্যবসার অভিযোগে তাদের আটক করা হয়।

এ দিকে পুলিশ সূত্রে জানা গেছে, মানব পাচার চক্রের কবলে পড়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নারীরা মালয়েশিয়ায় এসে দেহ ব্যবসায় জড়িয়ে পড়ছেন। প্রতিদিন কোনো না কোনো স্থানে পুলিশের অভিযানে আটক হচ্ছেন তারা।