দুই সহপাঠী গাড়িচাপায় নিহত হওয়ার ঘটনায় উত্তাল সারাদেশ। দেশের বিভিন্নস্থানে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা নেমেছে নিরাপদ সড়কের আন্দোলনে। বুধবাপরের মতো বৃহস্পতিবারেও রাজধানীতে ইউনিফর্ম পড়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। তারা রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে যানবাহন ও চালকের লাইসেন্স দেখতে চেয়েছে। পুলিশ, বিজিবি, আইনপ্রণেতা, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অনেকেই ফেল করেছেন সেই পরীক্ষায়।
শিক্ষার্থীরা এসব চালককে পুলিশে সোপর্দ করার পর লাইসেন্স না থাকার মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। এমনকি এক পুলিশকে আরেক পুলিশের মাধ্যমে মামলা দেওয়ার ঘটনাও রাজধানীতে ঘটেছে। এক/দুটি স্থানে গাড়ি ভাঙচুর ও বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। বিকেলে মিরপুর-১৩ নম্বরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাও ছিলো আকস্মিক।