কোয়ারেন্টাইনে থেকে বাড়ির বাইরে ঘোরাফেরা করায় মানিকগঞ্জ পৌর এলাকার দক্ষিণ আফ্রিকা ফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে এই দণ্ডাদেশ দেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করায় তাকে জরিমানা করা হয়। সেই সঙ্গে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।