বলিউডে নতুন কন্ট্রোভার্সি বিতর্কে জড়িয়েছেন প্রযোজক বনি কাপুর। উর্বশী রউতেলার সঙ্গে এক বিতর্কিত ভিডিওতে জড়িয়েছেন বনি কাপুর। যদিও উর্বশী সেই আভিযোগ উড়িয়ে দিয়েছেন। ঊর্বশী বললেন ‘উনি সম্মাননীয়’
ভিডিওটি একটি বিয়ের রিসেপশনের। সেখানে আমন্ত্রিত ছিলেন দু’জনেই। গত ৩১ মার্চ ছিল সেই পার্টি। তবে সেদিনের এক ঘটনাই এই মুহূর্তে মুখোরোচক খবর হয়ে উঠেছে।
হালকা আলোচনা। এরপরই সোজা নিতম্বে হাত! অল্প সময়ের জন্য অপ্রস্তুত হলেও ফ্ল্যাসের ঝলকানির সামনে তা বুঝতে দেননি অভিনেত্রী ঊর্বশী রউতেলা। তবে ওই কাণ্ডের জন্য ততক্ষণে ভাইরাল হতে শুরু করেছেন প্রযোজক বনি কাপুর। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর স্বামী ও অভিনেতা অর্জুন ও জাহ্নবী কাপুরের বাবাকে উদ্দেশ্য করে তোপ দাগতে শুরু করেছে নেটদুনিয়া।
এক বিয়ের অনুষ্ঠানে দেখা হওয়ায় অভিনেত্রী ঊর্বশীর সঙ্গে ছবি তুলছিলেন প্রযোজক বনি কাপুর। তবে ফটো-সেশনের পর সোজা অভিনেত্রীর নিতম্বেই হাত দেন বর্ষীয়ান বনি। ঊর্বশী হেসে বিষয়টি এড়িয়ে গেলেও, লাইভ ক্যামেরার দৌলতে তা ভাইরাল হয়ে যায়।