প্রেস বিজ্ঞপ্তি :
বহুতল আবাসিক ভবন নির্মাণকল্পে ইনটেক-এম এম গার্ডেন এর সাইনিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর শ্যামলীস্থ ইনটেক প্রপার্টিজ লিমিটেড অফিসে ভূমির মালিকের পক্ষে স্বাক্ষর করেন প্রকৌশলী মো: মাসুদ রেজা, মো: মুনীর রেজা। অপরদিকে কোম্পানীর পক্ষে সাক্ষর করেন ইনটেকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলাম।
ফখরুল জানান, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে অগ্রগতির আরো একধাপ এগিয়ে নিতে ১০ তলা বিশিষ্ট আধুনিক এই প্রকল্প। শ্যামলী ও কল্যাণপুর এলাকার মধ্যে সবচেয়ে অভিজাত এবং পরিকল্পিত ইস্টার্ন হাউজিং-২ এ ৭ কাঠা বিশিষ্ট জমির ওপর প্রায় ২৩ কোটি টাকার ফেসভেল্যু মূল্যের প্রকল্পটি। যা অধিক কোলাহল মুক্ত, নিরাপদ ও বসবাসের উপযোগী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর প্ল্যানিং ডিরেক্টর প্রকৌশলী শাহ আলম ভূঁঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।