অতিরিক্ত যৌন চাহিদার জন্য সঙ্গীর ভয়ানক কাণ্ড!

2125

সমকামিতা বৈধতা পাওয়ার পর থেকেই বিষয়টি বেশ আলোচনায় রয়েছে ভারতে। এরই মধ্যে এ নিয়ে নানান কাণ্ডও ঘটতে শুরু হয়েছে। সম্প্রতি একটি ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে গোটা দেশে।

৪৬ বছর বয়সি এক ব্যক্তির সঙ্গে সমকামী সম্পর্ক গড়ে ওঠে ২৩ বছরের এক যুবকের। একইসঙ্গে পুনেতে বাস করতেন তারা। ওই যুবকের খরচও দিত তার সঙ্গী। কিন্তু নিজের অতিরিক্ত যৌন চাহিদা সামাল দিতে পারছিল না ৪৬ বছরের ওই যুবক। তার জেরে রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে সঙ্গীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে যুবক। তার মুখে, মাথায়, হাতে এবং বুকে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে খড়ক পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর রাজেন্দ্র মোকাশি জানান, ওই দুই যুবক প্রায়ই শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন৷ জেরার মুখে অভিযুক্ত জানিয়েছেন, তাকে বারবার যৌনসম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চাপ দেওয়া হতো৷ মঙ্গলবার রাতে ঘুমোতে যাওয়ার আগে এই নিয়ে তাদের মধ্যে ঝামেলাও হয়।

তবে, ৪৬ বছরের ওই ব্যক্তির অভিযোগ, লোহার ধারালো অস্ত্র দিয়ে তাকে মারতে চেয়েছিল সঙ্গী৷