রাজনীতি ডেস্কঃ
আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছেন নির্মল রঞ্জন গুহ। আফজালুর রহমান বাবু সাধারণ সম্পাদক হয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির তৃতীয় জাতীয় সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। আগামী তিন বছরের জন্য নতুন এ কমিটি গঠন করা হবে।
এর আগে বেলা ১১টায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করেন। জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
নতুন সভাপতি নির্মল রঞ্জন গুহ স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তিনি এ সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
নতুন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু গত কমিটির সহসভাপতি ছিলেন।