স্তন বড় করার সহজ উপায়

3630

 

স্তন বড় না হলে মেয়েদের আকর্ষণীয় লাগে না, প্রেমিক বা স্বামীর মন পাওয়া কষ্ট হয়ে যায়। এজন্য অনেক মেয়েরা স্তন ছোট থাকায় মনের কষ্টে থাকেন। জেনে নিন বাসায় কিভাবে নিজে নিজে স্তন বড় করবেন? স্তন বড় করার ম্যাসাজ কিভাবে

স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটের প্রশ্ন উত্তরের একটি অংশ তুলে ধরা হল।

স্তন বড় করার জন্য কোনো ওষুধ বা ক্রিম আছে কি?

প্রশ্ন : বয়স ২৫, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন ৪৬ কেজি। আমি বিবাহিতা ও দুই সন্তানের জননী। আমার স্বাস্থ্য স্বাভাবিক, স্বাস্থ্যের তুলনায় আমার স্তন অনেক ছোট। এজন্য স্বামীর কাছে কটূক্তি শুনতে হয়, আর নিজের কাছেও খুব খারাপ লাগে। স্তন বড় করার জন্য কোনো ওষুধ বা ক্রিম আছে কি? থাকলে এর নাম ও ব্যবহারবিধি জানাবেন। কিংবা অন্য কোনো উপায় থাকলেও জানতে চাই। আমি জন্মনিয়ন্ত্রণ বড়ি খাই। স্তনের আকৃতি সমস্যার জন্য আগে একজন গাইনি ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম কিন্তু কোনো উপকার পাইনি।

উত্তর : স্তন বড় করার উপায়

মেয়েদের স্তন তৈরি হয় গ্ল্যান্ড ও চর্বিজাতীয় টিস্যু থেকে। আকার অনেকটা পরিবারগত/জেনেটিকভাবে নির্ধারণ হয়। পিল খেলে স্তন বড় হওয়ার সম্ভাবনা থাকে কারণ এতে হরমোন আছে, যা স্তন বড় করতে সাহায্য করে। চর্বিজাতীয় খাবার বেশি খাবেন, উপুড় হয়ে শোবেন, আপনার ওজন ৮-১০ কেজি বেড়ে গেলে ভালো হতে পারে।