সুদানে সরকারি বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬০ জনে দাঁড়িয়েছে।
গত ডিসেম্বর থেকে সুদানের সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করেন। শুরুতে বিক্ষোভের ইস্যু ছিল অর্থনৈতিক দুরবস্থা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ। ধীরে ধীরে সেটি সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। একপর্যায়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিন দশক ধরে সুদান শাসন করা ওমর আল-বশির ।
ওমর আল-বশিরকে উৎখাতের পর এটি দেশটিতে সবচেয়ে ভয়াবহ নৃশংসতার ঘটনা।
প্রধান বিক্ষোভকারী দলের অভিযোগ, ক্ষমতাসীন সেনা কাউন্সিল তাদের ক্যাম্প ভেঙে দিয়েছে।
সেনা কাউন্সিল ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, ‘উচ্ছৃঙ্খল একটি দল’ নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করেছে।
সোমবার নিরাপত্তাবাহিনী আন্দোলনকারীদের মূল এলাকায় ঢুকে পড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় তারা হাসপাতালসহ বিভিন্ন স্থাপনার ভেতরে অবস্থান নেন।
এই হত্যাকাণ্ডের জন্য দেশটির সেনাবাহিনীর সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে। যুক্তরাষ্ট্র, জার্মানি এবং জাতিসংঘ থেকে দুপক্ষের মধ্যে সমঝোতা সৃষ্টির চেষ্টা চলছে।