রিহ্যাব মেলায় ইনটেক প্রপার্টিজ পরিদর্শন শেষে গণপূর্তমন্ত্রীর সন্তোষ প্রকাশ

1407

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার থেকে ৫ দিনব্যাপি রিহ্যাব উইন্টার ফেয়ার শুরুর দিন থেকে ইতিবাচ সাড়া পাচ্ছে ইনটেক প্রপার্টিজ। উদ্বোধনের দিন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম মেলার উদ্বোধন শেষে মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। স্টল নং ৮৩। স্টলটি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পাশাপাশি ব্যাবসায়ীক সফলতা ও কামনা করেন।

এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলাম দেশপ্রেম সমুন্নত রেখে বৈধ উপায়ে ব্যবসার মাধ্যমে গ্রাহকদের বিশ্বস্থতার সাথে সেবা প্রদান করে সামনের দিকে ইনটেক প্রপার্টিজ অতিতের সুনাম ধরে রেখে কাজ করে যাবেন বলে মাননীয় মন্ত্রী মহোদয় সহ অতিথিদের কাছে তাদের সেবা সমুহ তুলে ধরেন।

প্রসঙ্গত; আবাসন ক্ষাতে সফল ব্যবসা প্রতিষ্ঠান ইনটেক প্রপার্টিজ , যারা আবসন ক্ষাতের চলমান দুর্যোগের মধ্যেও গত কয়েক বছর গ্রাহক পর্যায়ে বেশ সুনাম ও বিশ্বস্ততার সহিত ব্যাবসা করে ব্যবসায়ীক ভাবে দারুন সফল হয়েছেন। প্রশংসা কুড়িয়েছেন সর্বমহলে।

সম্পাদনা: এমআ/এসএইচটি