রাজপথের সৈনিক— শিরীন ইসলাম

875
ওই ওয়ান্ট জাস্টিস...

জেগে উঠেছো তোমরা
তোমরাই আমাদের বাংলাদেশ
জাগিয়ে তুলেছো আমাদেরকে
আমাদের দেখা স্বপ্নের বাংলাদেশ

বাংলা কারো বাবার নয়
নয় কারো স্বামীর
বাংলা তোমাদের আমাদের
আমরা চামচা নই কোনো মন্ত্রীর

বিশেষ দিনে তুমি আর আমি
তাদের দেয়া ভিক্ষা আর
করুনা নিবার পাত্র হবোনা
তোমরা গর্জে উঠেছো

তোমরা আমাদের
লাল সবুজের বাংলাদেশ
তোমরাই জাগিয়ে তুলেছো
বিবেকহীন নরপশুদের

এ বাংলাদেশ আর
খোলা আকাশ আজ তোমাদের

আমাদের সন্তানেরা আজ
রাজপথের সৈনিক
আমাদের বিশ্বাস তোমরা আর
অন্যায়ের কাছে মাথা নত করবেনা

জেগে উঠেছে আমাদের সন্তানেরা
দেখিয়ে দিলো আগামী বাংলার চিত্র

 

লেখক: নিউইয়র্ক প্রবাসী কবি