রাজনীতি ডেস্কঃ
আওয়ামী যুবলীগের ৭ম কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ফজলে শামস পরশ । তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পুত্র।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগের কেন্দ্রীয় কংগ্রসে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাইনুল হাসান খান নিখিল
কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।