মেলার প্রথমদিনেই কর দিলেন প্রধানমন্ত্রী

621

ডেস্ক রিপোর্টঃ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে আজ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলার প্রথমদিনই আয়কর রিটার্ন দাখিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর পক্ষে তার আইনজীবী এই আয়কর দেন।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

তবে প্রধানমন্ত্রী কত টাকা কর দিয়েছেন, সেটি প্রকাশ করেনি এনবিআর। আইন অনুযায়ী, একজন কত টাকা কর দিলেন সেই তথ্য প্রকাশ করার সুযোগ এনবিআরের নেই। তবে করদাতা চাইলে তিনি নিজেই তথ্য প্রকাশ করতে পারেন।

এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তার প্রতিনিধি একজন আইনজীবীর মাধ্যমে কর দিয়েছেন। তিনি নিজে উপস্থিত ছিলেন না। আইন অনুযায়ী যার কর তিনি নিজে না জানালে তা প্রকাশ করা যায় না।

প্রসঙ্গত, করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে প্রতি বছরের মতো এবারও আয়কর মেলার আয়োজন করে এনবিআর।