• কাওসার আমিন হাওলাদার
সার্চ এলো, মার্চ এলো,
কত ‘যে’ কি’হয়ে গেল।
বড় বড় বিশ্বযুদ্ধ হল,
দেশ-বিদেশে দাঙ্গা হল।
নিমিষে তে প্রাণ গেল,
মানবতার কি জয় হল?
একাত্তরের যুদ্ধ হল,
ত্রিশ লক্ষাধিক প্রাণ গেল।
পশ্চিম পাকিস্তান হেরে গেল,
বাঙ্গালিরা মুক্তি পেল,
অবশেষে কিছুটা হলেও তৃপ্তি এলো।
অসহায় মানুষ অসহায় রয়ে গেল,
ধনী ওয়ালা আলাউদ্দিনের চেরাগ পেল।
আচ্ছা তাতে তোমার আমার কি আসলো গেল?
দুই হাজার উনিশ সালে করোনা নামে মহামারী এলো,
তাতে মানবজাতির কতটুকু সজাগ এলো ?
করোনাতে কয়েক লক্ষাধিক প্রাণ গেল,
দেশ-বিদেশে লক-ডাউন হলো।
যদিও তাতে মানবজাতি কষ্ট পেল, মানবতার কতটুকু সজাগ হলো?
একটি মহল ব্যবসা নামে খুব সহজে অপকর্ম চালিয়ে গেল,পকেট ভরে টাকা নিলো।
তোমার আমার কি এসে গেল?
নিজের সাথে প্রতারণা হলও,
আল্লাহর সাথে ওয়াদা হলো।
এবার আমায় ক্ষমা করো,
পরের বারে শুধরে নিবো।
কতটা যে শুধরে নিয়েছে,
কেউ কি সেটা বলতে পারো?
এ কথা না হয় বাদ দেওয়া যাক,
সারা বিশ্বে মসজিদ গির্জা বন্ধ হল,
যার যার ধর্ম সে সে পালন করল,
কোন কিছুই কি ঠেকে ছিল?
বিশ্বব্যাপী সরকার প্রধান অনুদানের হাত বাড়ালো,ধনী ওয়ালারা ধনবান হল।
অসহায়রা না খেয়ে মরতে বসলো,
মাঝে মাঝে দেখতে পেলাম
কিছু মানব প্রাণ দিল,
ফেসবুকে তা ভাইরাল হলো।
তাতে মানবতার কতটুকু জয় হল?
মাঝে মাঝে শুনতে পেলাম,
অনুদান নাকি চুরি হলো।
এ কথা কি সত্যি ছিল?
চোর নাকি ধরা খেল,
আচ্ছা তাহারা কি ভালো হলো?
মানবতার জয় এলেই হলো,
বিচার বিভাগ বসবে বটে।
বিচার গুলো হলেই হলো,
ভালো হলাম খারাপ হলাম,
আমার আমি রয়ে গেলাম।
আল্লাহর কাছে ক্ষমা চাইলাম,
এইবার নয়তো বেঁচেই গেলাম।
হবে ই বা কি?কেউ কি আবার দেখছো নাকি?
এখন বলছি মরে গেলেই ভালো হতো।
কেনই বা বেঁচে ছিলাম,
কাজ কর্মের যে বেহাল দশা।
কিভাবে কি করি বল?
তাইতো বলি মানুষ আমি,
আমার মাঝে পশুত্ব।
তাইতো বলি নষ্ট আমি,
পাপী আমি,মানুষ বটে আছিতো।
শুধু আমার রয়ে গেল,
মানুষ নামের পশুত্ব।
তাতে কি,কেউ কি আবার দেখছে নাকি?
আমি খুনি,আমিই ডাকাত।
আমি হলাম চোর,আমার মাঝে রয়ে গেল ঘোর অন্ধকার ঘোর।
তবে মানুষ আমি হতে চাই,
পশু নয় তো বটে।
আবার যদি সুযোগ পাই,
মিলিয়ে নেব তাতে।
লেখক: প্রবাসী ব্যবসায়ী