বৃহস্পতিবার শিল্পকলায় রাধারমণ সঙ্গীত উৎসব শুরু

944

বাউল সঙ্গীত, কীর্তন, দেহতত্ত্ব, ধামাইল ও ভাটিয়ালী গান নিয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাধারমণ সঙ্গীত উৎসব। এবারের উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন ঢাকা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, নবীগঞ্জ ও জগন্নাথপুরের শিল্পীরা।

আগামী বৃহস্পতিবার (২২ নভেম্বর) শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে শুরু হচ্ছে তিনদিনের এ আয়োজন। ওইদিন বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উদ্বোধনী আয়োজনে দুই প্রবীণ শিল্পী শাহ মো. ছুরত মিয়া ও হিমাংশু বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হবে।

শিল্পকলা একাডেমি ও রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের যৌথ আয়োজনে অষ্টমবারের মতো এই উৎসবের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, সোনালী ব্যাংক লিমিটেড ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স।