বৃহস্পতিবারের ছবি: অচল রাজধানী, অবিচল শিক্ষার্থীরা

2499
ওই ওয়ান্ট জাস্টিস...

দুই সহপাঠী গাড়িচাপায় নিহত হওয়ার ঘটনায় উত্তাল সারাদেশ। দেশের বিভিন্নস্থানে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা নেমেছে নিরাপদ সড়কের আন্দোলনে। বুধবাপরের মতো বৃহস্পতিবারেও রাজধানীতে ইউনিফর্ম পড়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। তারা রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে যানবাহন ও চালকের লাইসেন্স দেখতে চেয়েছে। পুলিশ, বিজিবি, আইনপ্রণেতা, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অনেকেই ফেল করেছেন সেই পরীক্ষায়।

শিক্ষার্থীরা এসব চালককে পুলিশে সোপর্দ করার পর লাইসেন্স না থাকার মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। এমনকি এক পুলিশকে আরেক পুলিশের মাধ্যমে মামলা দেওয়ার ঘটনাও রাজধানীতে ঘটেছে। এক/দুটি স্থানে গাড়ি ভাঙচুর ও বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। বিকেলে মিরপুর-১৩ নম্বরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাও ছিলো আকস্মিক।

রাজধানীর বিভিন্নস্থান ঘুরে আন্দোলনের ছবি তুলে এনেছেন ‘এখন’-এর স্টাফ ফটোসাংবাদিক মুজতাহিদ হাসান
আন্দোলন। এভাবেই জড়ো হয়ে প্রতিবাদের আওয়াজ তুলেছিলো শিক্ষার্থীরা।
আন্দোলন। এভাবেই জড়ো হয়ে প্রতিবাদের আওয়াজ তুলেছিলো শিক্ষার্থীরা।
স্লোগান শুধু মুখে ছিলো না। বুকে পিঠেও ছিলো দাবি আদায়ের স্লোগান।
স্লোগান শুধু মুখে ছিলো না। বুকে পিঠেও ছিলো দাবি আদায়ের স্লোগান।
দাবি আদায়ের মিছিল।
দাবি আদায়ের মিছিল।
লাইসেন্সবিহীন গাড়ি এভাবেই থামিয়ে দিয়েছিলো শিক্ষার্থীরা।
লাইসেন্সবিহীন গাড়ি এভাবেই থামিয়ে দিয়েছিলো শিক্ষার্থীরা।
পুরো ঢাকা জুড়েই ছিলো শিক্ষার্থীদের মহড়া। সড়কে শান্তি ফিরিয়ে আনতে চালকের লাইসেন্স পরীক্ষা চলছিলো সবখানে।
পুরো ঢাকা জুড়েই ছিলো শিক্ষার্থীদের মহড়া। সড়কে শান্তি ফিরিয়ে আনতে চালকের লাইসেন্স পরীক্ষা চলছিলো সবখানে।
লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে আন্দোলন ছিলো এমন।
লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে আন্দোলন ছিলো এমন।
পুলিশের গাড়িও পালাতে পারেনি। লাইসেন্স দেখিয়েই তবে ছাড় পেয়েছে।
পুলিশের গাড়িও পালাতে পারেনি। লাইসেন্স দেখিয়েই তবে ছাড় পেয়েছে।
কেবল মিছিল স্লোগান ছিলো, ছিলো ভালো কিছু উদ্যোগও।
কেবল মিছিল স্লোগান ছিলো, ছিলো ভালো কিছু উদ্যোগও।
সাায়েন্সল্যাব মোড়ে সার্জেন্টের মোটরসাইকেল পোড়ানো হয়। শিক্ষার্থীদের উপর সার্জেন্ট চড়াও হলে এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
সাায়েন্সল্যাব মোড়ে সার্জেন্টের মোটরসাইকেল পোড়ানো হয়। শিক্ষার্থীদের উপর সার্জেন্ট চড়াও হলে এক পর্যায়ে এ ঘটনা ঘটে।