ঢাকার দোহারে বিয়ের দাবিতে প্রেমিক শাওনের (২৭) বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (১৯)। শাওন উপজেলার কার্তিকপুর এলাকার মালেক দেওয়ানের ছেলে।
শুক্রবার (২৪ মে) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কার্তিকপুর এলাকায় ঘটনাটি ঘটে।
মেয়েটি জানান, টাঙ্গাইল সাউথ ইস্ট গার্মেন্সে চাকরির সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে শুক্রবার সকালে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক শাওনের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।
প্রেমিকা বলেন, ‘গত দেড় বছর আগে থেকেই শাওনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ও আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছে।’
তিনি আরো বলেন, শাওনের পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা দিতে হবে। তা না করা পর্যন্ত তার অনশন চলবে বলে জানান প্রেমিকা।
এ বিষয়ে মাহমুদপুর ইউপির ওয়ার্ড সদস্য কমল বলেন, ‘স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি, যাতে উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার করে দেওয়া হয়।’