বাংলাদেশের দুর্দান্ত জয়

781

ক্রীড়া ডেস্ক:
বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে কিরগিজস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সফরত দলটিকে ৩-২ সেটে হারায় বাংলাদেশ। ম্যাচের প্রথম সেট ২৫-০৯, দ্বিতীয় সেট ২৫-১৫ পয়েন্টে হারের পর তৃতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

বিথি-সাবিনারা তৃতীয় সেট জিতে নেন ২৫-২১ পয়েন্টে। চতুর্থ সেটে ২৫-১৭ ব্যবধানে জিতে বাংলাদেশ সমতায় ফিরে জমিয়ে তোলে ম্যাচ। পঞ্চম সেট ১৫-১১ ব্যবধানে জিতে জয়ের উৎসবে মাতে বাংলাদেশ। দারুণ এ সুখস্মৃতি নিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফের এ কিরগিজস্তানেরই মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

দুর্দান্ত জয়ে উল্লসিত বাংলাদেশ কোচ গোলাম রসুল খান মেহেদী বলেছেন, ‘দুই সেটে পিছিয়ে পড়ার পর মেয়েদের বলেছিলাম, ভেঙে পড়ো না। আত্মবিশ্বাস রাখো। ভুল করো না। খেলা ৫ সেটে গড়াবে। মেয়েদের ভুলগুলো শুধরে দেওয়ার কারণে পরের সেটগুলো জিতেছে। কাল (বৃহস্পতিবার) এই দলের বিপক্ষে খেলতে হবে। আজকের (বুধবার) ম্যাচ নিয়ে মেয়েদের সঙ্গে কথা বলব। আজকের ভুলগুলো দেখিয়ে দিব। আশা করি, কাল ভালো একটা লড়াই দিয়ে জিতব এবং তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করব।’

বুধবার (১৩ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আরেক ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়েছে নেপাল। প্রথম সেট ২৫-১৪, দ্বিতীয় সেট ২৫-০৫ ও তৃতীয় সেট ২৫-১৩ পয়েন্টে জিতে নেপাল। টানা চার জয়ে ফাইনালে উঠেছে নেপাল। অপর ফাইনালিস্ট মালদ্বীপ জিতেছে তিন ম্যাচ। বৃহস্পতিবার নেপাল ও মালদ্বীপ ফাইনালে মুখোমুখি হবে।