পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় শ্যামলী পরিবহণের বাসে অভিযান চালিয়ে ৫৭৫ পিস ইয়াবাসহ বাহারুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বোদা উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ধনি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকৃত বাহারুল খুলনা জেলার বড়নিয়া ইউনিয়নের রানাই গ্রামের প্রায়াত ওহাব সরদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাহারুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বোদা থানায় মামলার প্রস্তুতি চলছে।