বিছানায় পার্টনারের সঙ্গে যৌনতার জোয়ার পেরিয়ে, চরম আদরের মুহূর্ত কাটিয়ে কী করেন? অস্বস্তিকর হলেও, প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অধিকাংশই বলবেন ঘুমিয়ে পড়ি। হয়ত কেউ কেউ বলবেন ‘আড্ডা’ জাতীয় উত্তর দিতে পারেন। তবে মূল যে বিষয়টি প্রায় প্রত্যেকেই এড়িয়ে যান, তা অন্তত গুরুত্বপূর্ণ। সেক্সের পর যা কোনও ভাবেই মিস করা উচিত নয় সেই বিষয় হল- প্রস্রাব!
ঠিকই পড়ছেন। জড়িয়ে জাপটে আদরের পর বিছানা ত্যাগ করলেই প্রথমে মূত্র ত্যাগ করা জরুরি। তার পিছনে কারণও রয়েছে। শারীরিক মিলনের সময় ছেলেদের শরীর থেকে জীবাণু নারী শরীরের পৌঁছে যায়। যার থেকে ক্ষতিকারক রোগ হতে পারে। এমন আশঙ্কার কারণেই, সেক্সের পর প্রথমে প্রস্রাব জরুরি।
বিশেষজ্ঞ মতে, সঙ্গমের পর দেরি নয়। ৩০ মিনিটের মধ্যেই প্রস্রাব করা উচিত দু’জনেরই। যাতে জীবাণু শরীরে প্রবেশ করতে না পারে।