‘দূর্বার তারুণ্যের জয়গান’ এর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

1935

কিছুদিন আগে ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে ঘূর্ণিঝড় আম্পান। তার উপর দীর্ঘদিন বন্যার কবলে আটকে থাকা করোনা মহামারীর ভেতর বানভাসি মানুষের যেন বাঁচা মরার লড়াই চলছে। সাতক্ষীরার আশাশুনি থানার প্রতাপনগর ইউনিয়নের অসহায় মানুষদের এই দূর্দিনে ঢাকা থেকে সামাজিক সংগঠন দুর্বার তারুণ্যের জয়গান তাদের পাশে দাঁড়িয়েছে ভালোবাসা স্বরূপ খাদ্য সামগ্রী নিয়ে।

গতকাল (১০ আগস্ট) আম্ফানে ক্ষতিগ্রস্থ প্রতাপনগরে অসহায় পরিবারে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ‘দূর্বার তারুণ্যের জয়গানের’ আয়োজনে এবং সহযোগী সংগঠন ‘স্বার্থক ও লাইফ শেয়ারিং’ এর সহযোগিতায় এ সব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্যের জয়গানের উদ্যোক্তা মোঃ ফরহাদ হোসেন এবং এম. এম এইচ নয়ন এবং দুর্বার তারুণ্যের জয়গানের সাতক্ষীরার প্রতিনিধি মোঃ আহাদুজ্জামান ও এস.কে মনিরুজ্জামান।

সার্বিক সহযোগিতায় ছিলো দুর্বার তারুণ্যের জয়গানের অনুপম অমি, তুষার আহমেদ, ইয়াকুব, আনোয়ারুল, নীলিমা জাহান, আহসান হাবিব সহ অনেকে।