বাংলা ভূমি
– দীপঙ্কর শীল
জন্মভূমি বাংলা যেমন
পৃথিবী খুঁজে পাইনি এমন,
বৈশাখের ঝড়ের বেলা
আম কুড়ানোর মজাই আলাদা।
জন্মভূমির বাংলা ভূমি
ফসলে মাঠ ভুরিভুরি,
বিধাতার অশেষ কৃপায়
কৃষকদল বিজয়ী দারিদ্রতায়।
জন্মভুমি বাংলার মানুষ
স্বাধীন নেশায় অহর্নিশ,
একাত্তরে যুদ্ধপ্রিয় মুষ্ঠি
আজো গর্জে উঠে কলম প্রতিবাদী।
জন্মভূমি ওগো বাংলা জননী
তুমিই যেন প্রাণ, ওগো মাতৃভূমি,
আজো হায়েনারা বেঁধে আছে দল
ন্যায়কে করছে পদপিষ্ট-রক্তোপল।