জাজ মাল্টিমিডিয়ার আজিজকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

822

 

বিদেশে ৯১৯ কোটি ৫৬ লাখ টাকা পাচারের মামলার আসামি জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম জানান, আব্দুল আজিজসহ মামলার বাকি আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

৯১৯ কোটি ৫৬ লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগে গত ৩০ জানুয়ারি আজিজের ভাই ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এমএ কাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পরে কাদের ও আজিজসহ ক্রিসেন্ট গ্রুপ সংশ্লিষ্টদের পাশাপাশি ১৩ জন ব্যাংক কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করে সংস্থাটি।

এরপর থেকে আত্মগোপনে আছেন আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ।