ভারতের রাজস্থান রাজ্যের নিভৃত পল্লী ভক্তাওয়ালো কি ধানি। এখানেই বাস করেন পঁচানব্বই বছর বয়সি বুধ রাম। চলতি মাসে অশীতিপর এই বৃদ্ধের বাড়ির বাতাস ভারী হয়ে উঠেছিল আত্মীয়-স্বজনের কান্নায়। কারণ নিকটস্থ চিকিৎসক এসে মৃত ঘোষণা করেন বুধ রামকে।
এরপর পুরোহিত ডেকে আনা হয়। শুরু হয় শেষ বিদায়ের আয়োজন। বিদায়লগ্নে বুধ রামকে গোসল করানোর জন্য অস্থায়ী একটি ঘরও তৈরি করা হয়। কিন্তু গায়ে ঠান্ডা পানি ঢালতেই সবাইকে অবাক করে দিয়ে মৃত্যুশয্যা থেকে উঠে বসেন বুধ রাম! চারদিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে জিজ্ঞেস করেন- ‘কি হয়েছে তার? সবাই এভাবে কাঁদছে কেন? আমিতো একটু ঘুমিয়ে ছিলাম!’
ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেউ কেউ এটাকে ঐশ্বরিক ঘটনা বলে অবিহিত করছেন। আর বুধ রামের সন্তানেরা তাদের বাবার ফিরে আসাটাকে সবচেয়ে বড় উপহার হিসেবে দেখছেন। এদিকে যে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছিল শাস্তিস্বরূপ তার লাইসেন্স বাতিল করা হয়েছে।