আপন মনে স্মরণ করে
লিখছি কবিতা পড়ে পড়ে
ভাবছি তোমায় মনে মনে
মেঘ দূতের ঐ ডানায় উড়ে
ত্তপ্ত রোদের বিকেল বেলা
মেঘ ভেসে করে খেলা
গোধূলী মাখা সন্ধ্যা বেলা
নীড়ে পাখি ফেরার পালা
গাইছি গান আপন সুরে
কল্পনারই সুর লয় ঘিরে
কত ছবি আঁকছি শুধু
কল্পনাকে সত্য ভেবে।
আলফা নূপুর
কবি ও স্কুল শিক্ষক