গোধূলী মাখা সন্ধ্যা বেলা ।। আলফা নূপুর

4349

আপন মনে স্মরণ করে
লিখছি কবিতা পড়ে পড়ে
ভাবছি তোমায় মনে মনে
মেঘ দূতের ঐ ডানায় উড়ে

ত্তপ্ত রোদের বিকেল বেলা
মেঘ ভেসে করে খেলা
গোধূলী মাখা সন্ধ্যা বেলা
নীড়ে পাখি ফেরার পালা

গাইছি গান আপন সুরে
কল্পনারই সুর লয় ঘিরে
কত ছবি আঁকছি শুধু
কল্পনাকে সত্য ভেবে।

 

13592452_1351360018226931_5615979577714131881_n

আলফা নূপুর

কবি ও স্কুল শিক্ষক