কৃষক লীগ নেতা কবিরুল আলম মাওকে অব্যাহতি

664

সংগঠনের ভাবমূর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কবিরুল আলম মাওকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিশেষ করে ফরিদপুর এলাকায় তিনি জৈষ্ঠ নেতাদের অমান্য করে স্বেচ্ছাচারিতা করতেন বলে জানা গেছে।

এ বিষয়ে কৃষকলীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা বলেন, ‘তার বিরুদ্ধে সাংগঠনিক কর্মকাণ্ডে বিশৃঙ্খলা, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে অমান্য করার নানা অভিযোগ রয়েছে। যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’