কুবিতে বৃহত্তর দাউদকান্দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

982

কুবি প্রতিনিধি

কুবিতে বৃহত্তর দাউদকান্দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনreceived_2249249232059592 বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিতকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কুমিল্লা জেলার দাউদকান্দি,তিতাস,মেঘনা থানার শিক্ষার্থীদের সংগঠনের বৃহত্তর দাউদকান্দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মাজহারুল ইসলাম হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সহকারী অধ্যাপক শফিউল্যাহ,একই বিভাগের প্রভাষক মুহিউদ্দীন,বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক।এছাড়াও অনুষ্ঠানে বৃহত্তর দাউদকান্দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

এছাড়া নবীন বরণ ও প্রবীণ বিদায় শেষে আগামী এক বছরের জন্য সংগঠনটির দায়িত্ব নতুন কমিটির হাতে স্থানান্তর করা হয়।দায়িত্ব প্রাপ্ত এ নতুন কমিটির সভাপতি করা হয় গনিত নবম ব্যাচের শিক্ষার্থী জুয়েল রানাকে এবং সাধারণ সম্পাদক করা হয় অর্থনীতি নবম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহীম সরকারকে।