করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আজ বৃহস্পতিবার সচিবদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টার সময় বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আজ বিকেল চারটায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে করোনা সংক্রান্ত বিষয়ে যুক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন।