আজকের ছবি: বৃষ্টিতে ভিজে আন্দোলনে শিক্ষার্থীরা

স্কুল বন্ধ। তাই বলে ঘরে বসে থাকেনি আন্দোলকারী শিক্ষার্থীরা। রাজধানীর সড়কে বৃষ্টি মাথায় নিয়ে অান্দোলন চালিয়ে যাচ্ছে সড়কে মৃত্যুর মিছিল থামাতে। নিজ দায়িত্বেই গাড়ির লাইসেন্স যাচাই করছে শিক্ষার্থীরা। লাইসেন্সবিহীন কোনো গাড়ি যেতে দিচ্ছে না তারা। বৃহস্পতিবারও এমন দৃশ্য চোখে পড়েছে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। সেসব ছবি আমরা তুলে ধরেছি আপনাদের জন্য। ছবিগুলো সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ পর্যন্ত সময়ের মধ্যে তোলা...

2684
গাড়ি থামিয়ে চালকের লাইসেন্স যাচাই বাছাই চলছে
গাড়ি থামিয়ে চালকের লাইসেন্স যাচাই বাছাই চলছে
তুমুল বৃষ্টি। তবুও চলছে কর্মসূচি। ছবিতে দুই শিক্ষার্থী একটি সিএনজি অটোরিকশার লাইসেন্স যাচাই করছেন।
তুমুল বৃষ্টি। তবুও চলছে কর্মসূচি। ছবিতে দুই শিক্ষার্থী একটি সিএনজি অটোরিকশার লাইসেন্স যাচাই করছেন।
উল্টো পথে আসা গাড়ি ঘুরিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। গতকাল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গাড়িও এভাবেই ঘুরিয়ে দেয়া হয়েছিলো।
উল্টো পথে আসা গাড়ি ঘুরিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। গতকাল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গাড়িও এভাবেই ঘুরিয়ে দেয়া হয়েছিলো।
শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে।
শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে।