আগস্টে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ডলার

1109

ইতিবাচক ধারায় রয়েছে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স। সদ্য শেষ হওয়া আগস্ট মাসে প্রবাসীরা ১৪১ কোটি ১০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা আগের মাস জুলাইয়ের তুলনায় ৯ কোটি ২৮ লাখ ডলার বেশি। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৩১ কোটি ৮১ লাখ ডলার।

এদিকে, অর্থবছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই-আগস্ট সময়ে ২৭২ কোটি ৭৯ লাখ ডলার  রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আগস্ট মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংগুলোর মাধ্যমে। বেসরকারি এসব ব্যাংগুলোর মাধ্যমে ১০২ কোটি ৮ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৭ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ডলার।