নীলসাধুর ‘এক রঙ্গা এক ঘুড়ি’

1420

নীলসাধু। অনেক পরিচয়ে পরিচিত তিনি। একাধারে কবি, সম্পাদক, সংগঠক। শিল্প ও সাহিত্য বিষয়ক ছোট কাগজ ‘মেঘফুল’ সম্পাদনা করেন তিনি।। প্রতিষ্ঠা করেছেন মানবিক সংগঠন ‘এক রঙ্গা এক ঘুড়ি’।

একুশে বইমেলা-২০১৮তে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্ত্বরে ‘মেঘফুল’ ও সোহরাওয়ার্দী উদ্যানের ৬৫৪ নম্বরের ‘এক রঙ্গা এক ঘুড়ি’ স্টলে।

তরুণ লেখকদের প্রাধন্য দিয়ে বই প্রকাশ করেন প্রকাশক নীলসাধু। তার প্রকাশনা ‘এক রঙ্গা এক ঘুড়ি’ থেকে এবারের বইমেলায় প্রকাশিত বইয়ের মধ্যে বন্দনা কবীর এর কিশোর উপন্যাস লাল মলাটের ডায়েরী, জনপ্রিয় তরুণ কথা সাহিত্যিক ইকবাল মাহমুদ ইকুর উপন্যাস মাধবীলতা, আহমেদ ইশতিয়াকের উপন্যাস মরিবার হলো তার সাধ, অয়ন আব্দুল্লাহ-এর কাব্যগ্রন্থ বিষাদ শহরে কাকেরা একা উল্লেখযোগ্য।