মাদরাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টাকারীদের শাস্তির দাবিতে ফেনীতে মানববন্ধন

1477

শাহাদাত হোসেন তৌহিদ, ফেনী থেকে

অগ্নিদগ্ধ ফেনীর সোনাগাজীর মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে জীবন্ত পুড়িয়ে হত্যা চেষ্টাকারীদের ও মাদরাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী শহীদ মিনারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ফেনী জেলা কর্মজীবি নারী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফেনী জেলা কর্মজীবি নারী সমন্বয়ক ছালেহা বেগমের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি কর্মজীবী নারী সংগঠনের কেন্দ্রীয় নেত্রী রোকেয়া সুলতানা আন্জু, বিশেষ অতিথি ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, সহ সভাপতি আবুল খায়ের মেম্বার, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাস ভানু, কোষাধ্যক্ষ মো. জাফর ইমাম, দপ্তর সম্পাদক সিপন হাজারী, কর্মজীবী নারী সংগঠনের ছাগলনাইয়া উপজেলার সাধারন সম্পাদক মাহমুদা আক্তার, পরশুরাম উপজেলা কর্মজীবী নারীর আহবায়ক রোকশানা আক্তার রুমী প্রমুখ।

এতে বিভিন্ন পেশা শ্রেনীর শত শত মানুষ উপস্থিত থেকে এ নির্মমতার বিচার দাবি করেন।