৫ মে চট্টগ্রাম বিভাগে পরিবহন ধর্মঘট

793

ফেনী প্রতিনিধি:
বাস চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় আগামী ৫ মে ২৪ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগ উত্তর-পশ্চিমাঞ্চল ইউনিট কার্যকরী কমিটি। ২৭ এপ্রিল শনিবার দুপুরে ফেনীতে সংগঠনের কার্যালয় লালপুলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগ উত্তর-পশ্চিমাঞ্চল ইউনিটের সভাপতি আবুল বাহার। ডিবি পুলিশ পরিচয়ে চালক জালাল উদ্দিন (৫০) হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবীতে সভায় আলোচনাক্রমে এই সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগ উত্তর-পশ্চিমাঞ্চল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী মোতাহার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হাজী রুহুল আমিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আজম চৌধুরী, পরিবহন শ্রমিক নেতা মো. মুছা, ফেনী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল হাজারী, ফেনী জেলা ট্রাক (মিনিট্রাক) কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগ উত্তর-পশ্চিমাঞ্চল ইউনিটের সহ-সভাপতি মোহাম্মদ আলী ও আবদুর রহিম তাজু, সহ-সাধারণ সম্পাদক আবু শাহীন, জাফর আহাম্মদ, ওমর ফারুক ও আল-মাসুদ, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল কাশেম মিলন, আন্তর্জাতিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আবুল হাশেম ভুলু, বাক্ষèনবাড়িয়া জেলা ট্রাক (মিনিট্রাক) কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, তোরাব আলী প্রমুখ।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আজম চৌধুরী বলেন, চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে শ্যামলী পরিবহনের চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল সোমবার দিবাগত রাত একটার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে পটিয়া উপজেলার শিকলবাহা এলাকায় পুলিশ গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যের পরিচয় দিয়ে শ্যামলী পরিবহনের একটি বাস আটক করে। এসময় চালক জালাল উদ্দিনকে বাস থেকে নামিয়ে কয়েকজন ডিবি পুলিশের পরিচয় দিয়ে ইয়াবা রাখার সন্দেহে তল্লাশি চালায় ও পাশে নিয়ে গিয়ে মারধর করে। পরে তাকে বাসে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। চালক জালালকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জালাল উদ্দিন দিনাজপুরের দশমাইল এলাকার দরবারপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।