৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

903

এখন রিপোর্ট ।।

উত্তীর্ণদের মধ‌্য থেকে ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে চাকরিতে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে বুধবার কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজার ৫১৭ জন পাস করেছেন। বিভিন্ন কারণে ১৪ জনের ফল স্থগিত রাখা হয়েছে।

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ৮৮ জন অংশ নিয়েছিলেন। সেই হিসেবে মৌখিক পরীক্ষায় ফেল করেছেন ৫৭১ জন।

এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২৯৬ জন এবং পুলিশে ১১৯ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

আদালতে মামলা থাকায় বিসিএস বন ক্যাডারের ফল স্থগিত রাখা হয়েছে।

এছাড়া কয়েকটি কারিগরি ও পেশাগত ক্যাডার পদে কৃতকার্য প্রার্থী না পাওয়ায় ৩৭১টি পদে সুপারিশ করা সম্ভব হয়নি বলে পিএসসি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করলেও পদ না থাকায় ৩ হাজার ৩৫৯ জনকে ক্যাডার সার্ভিসে সুপারিশ করা যায়নি। তারা আবেদন করলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পাবেন।

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গত বছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এখন// এএস