২১ অক্টোবর বসছে সংসদের বিদায়ী অধিবেশন

897

আগামী ২১ অক্টোবর বর্তমান দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এটিই বর্তমান সরকারের শেষ অধিবেশন। ওইদিন বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব দিনের কার্যসূচি শুরু হবে। এর আগে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে শুরু হতে যাওয়া অধিবেশনের সময়সূচি নির্ধারিত হবে।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন আহ্বান সংক্রান্ত নোটিশ সংসদ সচিবালয়ে পৌঁছায়।

এবারের অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ২৩তম অধিবেশন তিন কার্যদিবস চলতে পারে। এ অধিবেশন সর্বোচ্চ এক সপ্তাহের বেশি চলার কথা নয়।

আগামী ২৮ অক্টোবরের পর বর্তমান সরকারের মন্ত্রীসভা ছোট করার কথা শোনা যাচ্ছে। আর এ অধিবেশনের পর জরুরি কোনো অবস্থার সৃষ্টি না হলে নতুন সরকার গঠনের আগে আর কোনো অধিবেশন বসবে না। তবে রাষ্ট্রপতি চাইলে যেকোনো সময় অধিবেশন আহ্বান করতে পারেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।