২১৮ রানের জয় বাংলাদেশের, সমতায় সিরিজ নিষ্পত্তি

669

সিলেটে ব্যাটিং বর্থতায় ১৫১ রানে হারলেও ঢাকা টেস্টে ব্যাট বলে দারুণ পারফরম্যান্স করেছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়েকে ২১৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এ জয়ের ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-১ সমতায় সিরিজ শেষ করলো স্বাগতিকরা।

এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ তেই জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ শেষে এবার টাইগাররা ব্যস্ত হয়ে পড়বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে। ফলে এখনই বিশ্রামের সুযোগ পাচ্ছে না টিম বাংলাদেশ। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ক্রিকেট দল এসে পৌঁছেছে। দলের বাকিরা আজই এসে পৌঁছাবেন।

বাংলাদেশের দেয়া ৪৪৩ রানের জবাবে চতুর্থ দিন শেষে দুই উইকেটে ৭৬ রান সংগ্রহ করেছিল জিম্বাবুয়ের। বুধবার পঞ্চম দিনে ব্যাটিংয়ে নেমে মিরাজের বিষাক্ত স্পিনে ২২৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। এ দিন বল হাতে জ্বলে ওঠেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ১৮.১ ওভারে ৩৮ রানে একাই পাঁচটি উইকেট শিকার করেন তিনি। এছাড়া তাইজুল নেন দুটি উইকেট।

তবে জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় ইনিংসেও অসাধারণ ব্যাট করেছেন ব্রেন্ডন টেইলর। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। দলের পক্ষে সর্বোচ্চ ১০৬ রান করেন তিনি। এছাড়া চারা ৪৩ ও অধিনায়ক মাসাকাদজার ব্যাট থেকে এসেছে ২৫ রান।

এর আগে ঢাকা টেস্টে মুমিনুল হকের ১৬১ ও মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে (২১৯) সাত উইকেটে ৫২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে তাইজুলের বিষাক্ত স্পিনে ৩০৪ রানে গুটিয়ে গেছে সফরকারীদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে রিয়াদের সেঞ্চুরিতে ছয় উইকেটে ২২৪ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের লিড দাঁড়ায় ৪৪২ রান।