সাংবাদিক রিজভীর ‘আরেক বসন্তে’

1068

সাংবাদিকতার পাশাপাশি রেজাউর রহমান রিজভী লেখালেখি চর্চা করেন দীর্ঘদিন ধরে। কবিতার পাশাপাশি গল্পেও তার হাত সিদ্ধ। এবারের বইমেলায় রিজভীর গল্পগ্রন্থ ‘আরেক বসন্তে’ প্রকাশিত হয়েছে।

দোয়েল প্রকাশনী থেকে প্রকাশিত ‘আরেক বসন্তে’ স্থান ৮টি গল্প। এসব গল্পে জীবন ঘনিষ্ট বিষয় যেমন উঠে এসেছে, তেমনি রাখা হয়েছে ভৌতিক বিষয়ও। বইটিতে প্রেম, বিরহ, অতিপ্রাকৃত ও হাস্যরসাত্মক গল্পের সমারোহ রয়েছে।

রিজভী বলেন, ‘সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি চর্চা করে যাচ্ছি অনেকদিন ধরে। আরেক বসন্তে আমার চতুর্থ গ্রন্থ। সাংবাদিকতা পেশা হলেও লেখালেখি আমার নেশা। আমৃত্যু লেখালেখি চালিয়ে যেতে চাই।’

উপন্যাস কেন বের করেননি, এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘উপন্যাস একটি বড় ক্যানভাস। এটা বের করতে সাহস সঞ্চার করতে হয়। আমার মনে হয়, এখনও সে সাহস সঞ্চার করতে পারিনি। এবারই উপন্যাস আনার পরিকল্পনা করেছিলাম। পরে ভাবলাম, আরও একটু সময় নেই।’

তিনি মনে করেন, পাঠকের আস্থাই আসল। বই পড়ে সমালোচনার আহ্বানও জানান এ সাংবাদিক ও লেখক।

বইমেলায় দোয়েল প্রকাশনীর ২৯৯ নং স্টলে রিজভীর এ বইটি পাওয়া যাচ্ছে।