সহিংসতার দায় কেবল ইসলামের নয়: পোপ

952

অনলাইন ডেস্ক ।।

সহিংসতার জন্য কেবল ইসলাম ধর্মকে দায়ী করার প্রবণতা নাকচ করে দিয়ে পোপ ফ্রান্সিস বলেছেন, সব ধর্মেই কিছু সহিংস লোক আছে।

বুধবার পোল্যান্ডে যাওয়ার সময় যাজক হত্যা ও অন্যান্য সাম্প্রতিক সন্ত্রাসবাদের ঘটনা নিয়ে বিমানে থাকা সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পোপ বলেন, ‘আমি মনে করি সহিংসতার সঙ্গে ইসলামকে একাত্ম করে দেখা ঠিক নয়। এটা ঠিক নয় এবং এটা সত্যও নয়।’

২৬ জুলাই ফ্রান্সের গির্জায় হামলা ও যাজককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।

এ প্রসঙ্গে পোপ আরও বলেন, ‘আমি মনে করি, প্রায় সবসময় সব ধর্মেই ছোট একটি মৌলবাদি গোষ্ঠী থাকে। আমাদেরও আছে।’

তিনি বলেন, ‘আমি ইসলামিক সহিংসতা নিয়ে কথা বলতে পছন্দ করি না, কারণ প্রতিদিন পত্রিকা খুলেই এখানে ইতালির সহিংসতার খবর দেখি, কেউ একজন তার বান্ধবীকে হত্যা করেছে, কেউ একজন শ্বাশুড়িকে হত্যা করেছে। এরা সবাই দীক্ষিত ক্যাথলিক।’

ক্যাথলিক ধর্মগুরু বলেন, ‘আমি যদি ইসলামিক সহিংসতা নিয়ে কথা বলি, ক্যাথলিক সহিংসতা নিয়েও আমাকে কথা বলতে হবে। সব মুসলমানরা সহিংস নয়।’

সন্ত্রাসবাদের নেপথ্যে বহু কারণ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি এগুলো বলা বিপজ্জনক। কিন্তু সন্ত্রাসবাদ তখনই তৈরি হয়, যখন আর কোনো উপায় থাকে না। অর্থ যখন খোদা হয়ে দাঁড়ায়, আর ব্যক্তির বদলে অর্থকেই যখন বিশ্ব অর্থনীতির কেন্দ্রে স্থাপন করা হয়।’

পোপ বলেন, ‘এটাই সন্ত্রাসবাদের প্রথম রূপ। সমস্ত মানবতার বিরুদ্ধে একটি মৌলিক সন্ত্রাসবাদ আছে। এবার এ বিষয়ে কথা বলা শুরু করা উচিত।’

এখন/ টিটি