শিল্পকলায় শাহাবুদ্দিনের একক প্রদর্শনী শুরু ১৯ মার্চ

ইউএনবি

1304
শিল্পী শাহাবুদ্দিন

শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ এর চিত্রকর্ম প্রদর্শনী ‘শান্তি’ আগামী ১৯ মার্চ সোমবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হবে। প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ মার্চ সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন।

এ বিষয়ে আগামী ১৮ মার্চ রবিবার একাডেমির জাতীয় নাট্যশালার ৭ম তলার সেমিনার কক্ষে বিকেল ৪টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, গ্যাঞ্জেস আর্ট গ্যালারি, কলকাতার পরিচালক মিস স্মিতা বাজেরিয়া, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক (চারুকলা বিভাগ) আশরাফুল আলম পপলু।

শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও গ্যাঞ্জেস আর্ট গ্যালারি কলকাতার পরিচালক মিস স্মিতা বাজেরিয়া
শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও গ্যাঞ্জেস আর্ট গ্যালারি কলকাতার পরিচালক মিস স্মিতা বাজেরিয়া

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং কলকাতার গ্যাঞ্জেস আর্ট গ্যালারির যৌথ উদ্যোগে এ চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।