শিবগঞ্জে আমবাগান থেকে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আম বাগানের ভিতর অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ সৈবুর রহমান ওরফে বাবু অস্ত্র ও গুলিসহ হাতেনাতে গ্রেফতার

864

শিবগঞ্জে আমবাগান থেকে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা: চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ সৈবুর রহমান ওরফে বাবুকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব । এসময় তার কাছ থেকে ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল ৪টি (মেইড ইন ইউ.এস.এ), ম্যাগাজিন ৮টি, পিস্তলের গুলি-২৬ রাউন্ড, মোবাইল সেট ১টি, ভারতীয় সীমকার্ড ২টি, মেমোরী কার্ড ১টি ও নগদ ৩৮৫ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জানান, শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২ টার দিকে র‌্যাব-৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাদনচক গ্রামস্থ ভুসগাড়া মাঠে জনৈক মিলন এর আম বাগানের ভিতর অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ সৈবুর রহমান ওরফে বাবু অস্ত্র ও গুলিসহ হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ সীমান্তে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসীমূলক কর্মকান্ডের একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরআর