শিক্ষক

785

পথপ্রদর্শক, দিক নির্দেশক
জাতি গড়ার যান,
শিক্ষক তুমি সবার উপর
শিক্ষক তুমি মহান।
অন্যায়ের পথে কঠোর হয়ে
ন্যয়ের পথে চলো,
মিথ্যাকে তুমি ঘৃণা করে
সত্যের কথা বলো।
বৃক্ষ যেমন নি:স্বার্থে
অন্ন করে দান,
শিক্ষক তুমি বৃক্ষের ন্যায়
বিদ্যা কর দান।
শিক্ষক তোমার জ্ঞানের আলোয়
অজ্ঞতা পরাজিত,
তোমার জন্যই এই সমাজ
এত আলোকিত।
শিক্ষক তুমি ছাত্রদের
জ্ঞানের বাণী শোনাও,
তাদের মনে মনুষ্যত্বের
সজীব বীজ বোনাও।
শিক্ষক তুমি গড়ে তোল
জাতি গড়ার কান্ডার,
শিক্ষক তুমি শিক্ষা দানে
সকল জ্ঞানের ভান্ডার।
মাথা ছাড়া যেমন মোদের
শরীর খানি অচল,
শিক্ষক মোদের বিদ্যা দানে
সমাজ রাখে সচল।
শিক্ষক হল শিক্ষার গুরু
শিক্ষার জয়গান,
তাইতো মোরা রাখব ধরে
শিক্ষা গুরুর মান।
শিক্ষক তুমি জ্ঞান দানে
বাড়াও মনের শক্তি,
এ জীবনে তোমায় করি
শ্রদ্ধা আর ভক্তি!

লেখকঃ মোর্শেদুর রহমান। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী