রিং পরানো হয়েছে ইমতিয়াজ বুলবুলকে

839

বাইপাস নয়,দেশবরেণ্য কন্ঠশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুলের হার্টে রিং পরানো হয়েছে।

এই শিল্পীর হৃদ্‌যন্ত্রে আটটা ব্লক ধরা পড়ার পর শুরুতে বলা হয়েছিল, বাইপাস করাতে হবে। দেশের গুণী এই সংগীত ব্যক্তিত্বের শারীরিক অবস্থার খবর জানতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের পরিচালক চিকিৎসক জুলফিকার লেনিনকে দায়িত্ব দেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। এরপর প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালকের নেতৃত্বে একটি চিকিৎসক দল আবারও পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেয়, বাইপাস নয়, আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদ্‌যন্ত্রের ব্লকগুলোতে রিং (স্টেন্ট) পরাতে হবে।

গতকাল শনিবার রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের পরিচালক আফজালুর রহমানের তত্ত্বাবধানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদ্‌যন্ত্রে দুটি স্টেন্ট পরানো হয়। আজ রোববার সকালে যখন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়, তখন জানা গেছে, আহমেদ ইমতিয়াজ বুলবুল এখন সুস্থ আছেন।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের একমাত্র ছেলে সামির আহমেদ বলেন, ‘চিকিৎসার জন্য বাবাকে গত বৃহস্পতিবার জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে শনিবার তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্ট পরানো হয়। সবাই বাবার জন্য দোয়া করবেন, যেন তিনি আগের মতো আবারও গানে ব্যস্ত হতে পারেন। বাবার সবকিছু এখনো গানকে ঘিরেই।’

মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল তাঁর সর্বশেষ শারীরিক অবস্থার কথা গত ১৬ মে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তুলে ধরেন। সেখানে তিনি বলেন, ‘আমি এখন ২৪ ঘণ্টা পুলিশ পাহারায় গৃহবন্দী থাকি, একমাত্র সন্তানকে নিয়ে। এ এক অভূতপূর্ব করুণ অধ্যায়। একটি ঘরে ৬ বছর গৃহবন্দী থাকতে থাকতে আমি উল্লেখযোগ্যভাবে অসুস্থ। আমার হার্টে ৮টা ব্লক ধরা পড়েছে, বাইপাস ছাড়া চিকিৎসা সম্ভব না।’