‘রায়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই’

1073

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রায়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। রায়ে আমরা খুশি না অখুশি, এটি বড় বিষয় নয়। আদালত রায় দিয়েছেন, আমরা সেটিকে সম্মান করি।

এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় এরশাদকে উদ্ধৃত করে বলেন, ‘স্যার (হুসেইন মুহম্মদ এরশাদ) এর চেয়ে বেশি কিছু বলতে চান না। এর বেশি প্রতিক্রিয়া নেই।’ তিনি বলেন, একটি বিচারাধীন বিষয়ে আমাদের কিছু বলার নেই। জাতীয় পার্টি সব সময় আইনের শাসনের পক্ষে এবং আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দেন আদালত।

দণ্ডবিধি ১০৯ ও ৪০৯ ধারায় খালেদা জিয়াসহ বাকিদের সাজা দেয়া হয়।