রাষ্ট্রীয় মর্যাদায় শ্রীদেবীর শেষকৃত্য

1158
শ্রীদেবী

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার সন্ধ্যা ৬টায় দক্ষিণ মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে সম্পন্ন হলো বলিউড অভিনেত্রী শ্রীদেবীর শেষকৃত্য।

এর আগে, সকাল সোয়া ৯টায় অ্যাম্বুলেন্সে শ্রীদেবীর মরদেহ নিয়ে যাওয়া হয় আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। যেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলো হাজার হাজার ভক্ত।

এসময় বলিউড তারকাদের মধ্যে দেখা গেছে- অভিনেতা আরবাজ খান, অক্ষয় খান্না, সঞ্জয় কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, অভিনেত্রী রেখা, হেমা মালিনী, জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, টাবু, সুস্মিতা সেন, এষা দেওল, উর্বশী রাউতেলা, কাজল-অজয় দম্পতি, বিদ্যা-সিদ্ধার্থ দম্পতি, শহিদ-মীরা দম্পতি, শ্রদ্ধা কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, দীপিকা পাড়ুকোন, জয়াপ্রদা, সোনম কাপুর, নৃত্য পরিচালক ফারাহ খান, নিমরাত কৌর, ডিজাইনার মনিষ মালহোত্রা, টেলিভিশন তারকা কারিশমা তান্না, মনিশ পল, রাখি সাওয়ান্তসহ প্রমুখ।

মঙ্গলবার রাত ১০টার দিকে মুম্বাই এসে পৌঁছায় ‘নাগিন’ তারকার মরদেহ। একইদিন দুবাই সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে কাপুর পরিবারের সদস্য ও ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের কাছে শ্রীদেবীর মরদেহ হস্তান্তর করে দুবাই পুলিশ।