রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

611

রসায়নে এ বছর যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- এইচ আর্নল্ড, জর্জ পি. স্মিথ ও স্যার গ্রেগরি পি. উইন্টার

বুধবার সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে বাংলাদেশ সময় পৌনে ৪টায় বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

এর আগে গত মঙ্গলবার পদার্থবিদ্যায় ‘লেজার ফিজিক্সে’ বিশেষ উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ যৌথভাবে নোবেল পুরস্কার পান আর্থার আসকিন, জেরার্ড মোরউ ও ডোননা স্ট্রিকল্যান্ড।

গত ১ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন মার্কিন গবেষক জেমস পি. অ্যালিসন ও জাপানের তাসুকো হনজো।

এছাড়া আগামী ৫ অক্টোবর শান্তিতে এবং ৮ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

তবে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়ার হচ্ছে না। ২০১৯’এ এবারেরটি যোগ করে একসঙ্গে দু’টি পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি।

নিউজবাংলাদেশ.কম/এসজে